Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার উদয়পুরে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির উদয়পুর উচ্চ বিদ্যালয়ের পাশে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৩ই এপ্রিল বিকেলে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের নবনির্মিত ভবনের নামফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের সভাপতি ডাঃ মোঃ রাজু খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সফুরা খাতুন, মোঃ হিরা খান ও আমিরুল ইসলাম খসরু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন ভেন্ডার, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মোঃ নাদের হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পাংশা পুরাতন বাজার বনিক সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর মন্ডল।