Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলায় নারুয়ায় অবৈধ বালু ভর্তি পটাং গাড়ী পুড়িয়ে দিল মোবাইল কোর্ট

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক গতকাল ১২ই এপ্রিল দুপুরে নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে গড়াই নদীর পাড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অবৈধভাবে উত্তোলনকৃত বালুভর্তি ২টি পটাং গাড়ী(স্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরী) আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।
সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক জানান, কোনাগ্রামের গড়াই নদীর চর থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন চলছে। আগেও কয়েকবার অভিযান চালিয়েছি। কিন্তু অভিযানের খবর পেলেই বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। দুপুরে বালিয়াকান্দি থানার পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা বালুভর্তি ২টি পটাং গাড়ী ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ীর মালিকদের না পাওয়ায় লাইন্সেস বিহীন অবৈধ গাড়ী ২টি পুড়িয়ে দেয়া হয়।