Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে কল সেন্টার ‘৩৩৩’-এর আনুষ্ঠানিক উদ্বোধন আজ

॥স্টাফ রিপোর্টার॥ জনগণের দোড়গোড়ায় সেবা প্রদান নিশ্চিতকরণ ও ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহার করে সরকারী সেবার সকল তথ্য যেন নাগরিকগণ পেতে পারেন সে লক্ষ্যে ‘তথ্য ও সেবা সবসময়’ শ্লোগানকে সামনে রেখে এটুআই কর্তৃক কল সেন্টার ‘৩৩৩’ চালু করা হয়েছে।
এই উদ্যোগটির পাইলট চলাকালীন দেশের অভ্যন্তরে নাগরিকগণ ৩৩৩ এবং প্রবাসীগণ ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে সেবা প্রাপ্তির পদ্ধতি, সেবার ফরম, জনপ্রতিনিধি ও সরকারী কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য, পর্যটন আকর্ষণযুক্ত স্থানসমূহ ও বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য-উপাত্ত জানতে এবং বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের অবহিত করতে পারছেন।
এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ ১২ই এপ্রিল বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আনুষ্ঠানিকভাবে এই কলসেন্টার ৩৩৩ এর উদ্বোধন করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান। বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিটিভি ও এটুআই’র ফেসবুক পেজ থেকে লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।