॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৩২শ মেগাওয়াটের স্থলে এখন ১৬হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ বিএনপি সরকারের সময় খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের ব্যাংকে রেখেছে।
গতকাল ১১ই এপ্রিল বিকালে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওজোপাডিকো’র বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা এবং বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আঃ সাত্তার খান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সলেমান মোল্যা দলু, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এস.এম দাউদ খান ও বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) আবুল কালাম ভূঞাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম আরো বলেন, সরকার সাধারণ মানুষের কথা ভেবে দেশের জন্য কাজ করে যাচ্ছে তার যথেষ্ট প্রমাণ আপনারা পেয়েছেন। রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে। এই সরকারই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা চালু করেছে। দরিদ্রদের জন্য সরকার ১০ টাকা কেজি চালের ব্যবস্থা করে দিয়েছে। এখন আর কৃষকদের সারের জন্য গুলি খেতে হয় না। মানুষ সুখে-শান্তিতে দিন কাটাচ্ছে। কাজেই দেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
বক্তব্যের শেষে তিনি সুইচ টিপে বাতি জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এর মাধ্যমে ভীমনগর গ্রামের ১৫০টি পরিবার বিদ্যুতের নতুন সংযোগ পেল।
অনুষ্ঠানে জঙ্গল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আয়ুব আলীসহ বিএনপির শতাধিক নেতাকর্মী সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে —- রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম
![](https://dailymatrikantha.com/wp-content/uploads/2018/04/RAJBARI-PIC-2-12-4-2018.jpg)