Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসনের ২দিনের বর্ণাঢ্য আয়োজন

॥স্টাফ রিপোর্টার॥ বাংলা নববর্ষ উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসন আগামী ১৩ ও ১৪ই এপ্রিল ২দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
আয়োজনের মধ্যে রয়েছে ঃ প্রথম দিন ১৩ই এপ্রিল(৩০শে চৈত্র) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে ২দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন ও চৈত্র সংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তায় শিশুদের সুন্দর হাতের লেখা ও আলপনা আঁকা প্রতিযোগিতা।
দ্বিতীয় দিন ১৪ই এপ্রিল(১লা বৈশাখ) সূর্যোদয়ের জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে প্রভাতী সুর ও সংগীতের মাধ্যমে নববর্ষ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৮টায় মুড়ি-মুড়কি দিয়ে অতিথিদের আপ্যায়ন, ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত আলোচনা অনুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ১০টায় সাপখেলা, ১১টায় ঐতিহ্যবাহী লাঠিখেলা, দুপুর দেড়টায় হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন এবং দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
নববর্ষের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।