Site icon দৈনিক মাতৃকণ্ঠ

৬ষ্ঠ শ্রেণীর ওরিয়েন্টশন ক্লাশ ও অভিভাবক সমাবেশ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল ৫ই জানুয়ারী দুপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে প্রভাতি শাখার ছাত্রীর ওরিয়েন্টশন ক্লাশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানোয়ার হোসেন মোল্লা।
এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আঃ রহিম বক্স, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ হামিদ ও সহকারী শিক্ষক রেহেনা পারভীন।
এছাড়াও দুপুরে দিবা শাখার ছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিনাত আরা। অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ হামিদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিনাত আরা বলেন, তোমরা হচ্ছো প্রস্ফুটিত ফুল। সামনে তোমাদের উজ্জল ভবিষ্যত। তোমরা পাঠ্য বই পড়ার পাশাপাশি বড় বড় মনীষীদের জীবনী পড়বে। তাহলে একদিন তোমরা ভাল মানুষ হতে পারবে।
তিনি বলেন, আগে আমাদের কোন ভিশন ছিল না। এখন আমরা একটি ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছি। একদিন তোমরাই এদেশের পতাকা ধরার সুযোগ পাবে।