॥স্টাফ রিপোর্টার॥ বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসন আগামী ১৩ ও ১৪ই এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
আয়োজনের মধ্যে রয়েছে ঃ প্রথম দিন ১৩ই এপ্রিল (৩০শে চৈত্র) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে ২দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন (মেলায় থাকবে নাগরদোলা, লাঠিখেলা, সাপখেলা প্রভৃতি), অফিসার্স ক্লাবে চৈত্র সংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তায় আলপনা আঁকা প্রতিযোগিতা(সকলের জন্য উন্মুক্ত)।
দ্বিতীয় দিন ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) সূর্যোদয়ের জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে প্রভাতী সুর ও সংগীতের মাধ্যমে ১৪২৫ নববর্ষ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৭টায় মুড়ি-মুড়কি দিয়ে অতিথিদের আপ্যায়ন, সকাল ৮টায় বর্নাঢ্য শোভাযাত্রা, ৯টায় আলোচনা অনুষ্ঠান, ১০টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ১০টায় সাপখেলা ও লাঠিখেলা, দুপুর দেড়টায় হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন এবং বিকাল ৩টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুন্দরভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গত ২৯শে মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় উক্ত কর্মসূচী চুড়ান্ত করাসহ প্রয়োজনীয় সংখ্যক উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও নববর্ষের র্যালীতে ছোট ছেলে-মেয়েদের বাঙালী সাজ ও প্রয়োজনীয় সংখ্যক ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পালকি, ঘোড়ার গাড়ী, গরুর গাড়ী ও র্যালীর অন্যান্য উপকরণ সরবরাহের বিষয়টি নিশ্চিতকরণের জন্য সভায় উপস্থিত সকলকে অনুরোধ জানানো হয়।