Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলায় অনুুপস্থিত ১৫৩জন॥এইচএসসি ও সমমান পরীক্ষার ৩য় দিনে বালিয়াকান্দিতে ১জন পরীক্ষার্থী বহিষ্কার

॥স্টাফ রিপোর্টার॥ চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার ৩য় দিনে গতকাল ৫ই এপ্রিল ইংরেজী ১ম পত্রের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর মীর মশাররফ হোসেন কলেজের ১জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিন রাজবাড়ী জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মোট ৯ হাজার ১৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১৫৩ জন পরীক্ষার্থী। জেলা প্রশাসনের তত্ববধানে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলীসহ ভিজিলেন্স টিমের সদস্যগণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে পাংশা উপজেলায় গতকাল ৫ই এপ্রিল এইচএসসি ইংরেজী বিষয়ে পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে ৩৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
জানাযায়, পাংশা সরকারী কলেজ এইচএসসি মূল কেন্দ্রে ৬৬০জন পরীক্ষার্থীর মধ্যে ৭জন অনুপস্থিত ছিল। পাংশা মহিলা কলেজ এইচএসসি মূল কেন্দ্রে ৫৯১জন পরীক্ষার্থীর মধ্যে ৫জন অনুপস্থিত ছিল। আইডিয়াল গার্লস কলেজ এইচএসসি মূল কেন্দ্রে ৯৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন অনুপস্থিত ছিল। এইচএসসি বিএম শাখায় পাংশা সরকারী কলেজ ভেন্যু কেন্দ্রে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন অনুপস্থিত ছিল। এছাড়া এইচএসসি বিএম শাখায় পাংশা সরকারী কলেজ অপর ভেন্যু কেন্দ্রে ২১১জন পরীক্ষার্থীর সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করে।
পাংশায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।