Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা ও লিফলেট বিতরণ

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ের সহযোগিতায় গতকাল ৪ঠা এপ্রিল সকালে বর্নাঢ্য র‌্যালী, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা প্রশাসকের কার্যালয়সহ সদর উপজেলা ভূমি অফিস ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ এবং ভূমিসেবা গ্রহীতাগণ র‌্যালীতে অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান প্রমুখ। এ সময় র‌্যালীতে অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, ভূমি আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের অধিকাংশেরই কম-বেশী নিজেদের বসবাসের জন্য ভূমি রয়েছে। যাদের ভূমি নেই তাদেরকে আমরা ভূমিহীন বলে থাকি। কিন্তু এর সংখ্যা খুবই কম। আমাদের বাসস্থান, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্টসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য ভূমির প্রয়োজন। কিন্তু বাস্তবতা হলো আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে ভূমির পরিমাণ কমে আসছে। যার কারণে বর্তমানে ও ভবিষ্যতে সকলের কাছে ভূমি খুব মূল্যবান হয়ে উঠছে। মূল্যবান সম্পদ হওয়ার কারণে এই ভূমি সংশ্লিষ্ট সকল অফিসে বর্তমানে দালাল চক্র অত্যন্ত সক্রিয় হওয়ায় বিভিন্ন অর্থ সংক্রান্ত অনৈতিক লেনদেনের সাথে এই সকল অফিসের অনেকই জড়িয়ে পড়ছে। সেই কারণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভূমি অফিসসহ সকল অফিসে দুর্নীতি যাতে না হয় সেই জন্য শতভাগ ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কার্যক্রম বাস্তবায়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তারই আওতায় রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিসে শতভাগ, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিসে শতকরা ৫০ ভাগ ডিজিটাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাংশা ও কালুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিসেও অল্প সময়ের মধ্যে শতভাগ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। এই কার্যক্রম বাস্তবায়ন হলে আর কাউকে নামজারি, পর্চা সংগ্রহসহ বিভিন্ন কাজের জন্য ভূমি অফিসে যেতে হবে না। অনলাইনের মাধ্যমে যে কোন বিষয় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর বরাবর ই-মেইলে আবেদন করলে নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষয়টি জানার পরও যদি কেউ ভূমি অফিসের কোন কর্মকর্তা বা কর্মচারী বা দালালের সাথে অনৈতিক অর্থ লেনদেন করে প্রতারিত হয় তার দায়িত্ব তাকেই বহন করতে হবে। যদি কোন ভূমি অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রের মালিক জনসাধারণকে কোন বিষয়ে হয়রানী করে বা অসৎ পরামর্শ দেয় এবং বিষয়টি যদি প্রমাণিত হয় তাহলে সেই কর্মকর্তা-কর্মচারীকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে কঠোরভাবে সকলকে সতর্ক করা হচ্ছে। কারণ রাষ্ট্রের মালিক জনগণ আর আমরা যারা সরকারী চাকুরী করি সকলকে সরকার জনসাধারণের সেবা প্রদানের লক্ষ্যে নিয়োগ দিয়েছেন। সুতরাং আমাদের সকলকে জনগণের সেবা প্রদান করতে হবে বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়সহ এর জন্য সরকারের কি কি আইন রয়েছে, কোথায় আবেদন করতে হবে সে সব বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
উল্লেখ্য, আলোচনা সভার পূর্বে সকলের মাঝে ভূমি সংক্রান্ত যে সব সেবা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিস থেকে পাওয়া যায় এবং তার জন্য কত টাকা ফি প্রদান করতে হয় সে সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল ৪ঠা এপ্রিল থেকে পরবর্তী ৭দিন জেলার সকল ভূমি অফিস থেকে ভূমি সংক্রান্ত বিশেষ সেবা প্রদান করা হবে বলে জানানো হয়।