॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে গত ৩০শে মার্চ বিকেলে ঝড়-বাতাসে দেবগ্রাম ইউনিয়নের বেথুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘর ক্ষতিগ্রস্থ হয়।
প্রাথমিকভাবে ঘর মেরামত করে পড়াশুনা চালিয়ে নেওয়ার জন্য বিদ্যালয়কে তিন বান্ডিল ঢেউটিন এবং নগদ ৯হাজার টাকা গতকাল বুধবার দুপুরে প্রদান করেছে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া এই টিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
গতকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের কাছ থেকে তিন বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বুঝে নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু নাসার উদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) শেখ মোঃ আব্দুল্লাহ সাদীদ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদার, বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি মোঃ জলিল মুন্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মালেক ও সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।