॥দেবাশীষ বিশ্বাস॥ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে “নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্টসম্পন্ন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২রা এপ্রিল সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা মৎস্য অফিসার মোঃ মজিনুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা মোঃ মনির হোসেন, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, এনজিও ব্রাসের নির্বাহী পরিচালক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, রাজবাড়ীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করতে হবে যেখান থেকে অটিজম শিশুরা পড়ালেখা করতে পারে। রাজবাড়ীতে ২১২জন অটিজম শিশু রয়েছে, তাদের প্রত্যেকের ভাতার ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। অটিজম শিশুরা পরিবারের জন্য বোঝা নয়।
বিশ্বের কোথাও এমন চিকিৎসা ব্যবস্থা নেই যার মাধ্যমে অটিজম ভাল হয়ে যায়। প্রচার-প্রচারণা আর সচেতনতার পাশাপাশি অটিজম শিশুদের স্বাবলম্বী করার গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, এনজিওদের উচিত এদেরকে স্বাবলম্বী করার জন্য কাজ করে যাওয়া। তিনি তার দায়িত্ব পালনকালীন সময়ে অটিজম শিশুদের জন্য একটি বিদ্যালয় স্থাপনের জন্য গুরুত্বের সাথে কাজ করার অঙ্গীকার করেন। এছাড়াও তিনি প্রত্যয় প্রতিবন্ধী স্কুলের পরিসরকে আরো বড় ব্যাপারে কাজ করার কথা বলেন এবং সব অটিজম শিশু যেন ভাতার আওতার আসে সে ব্যাপারে জেলা সমাজসেবা কার্যালয়কে নির্দেশ দেন। বক্তব্যের শেষে জেলা প্রশাসক ১৫জন অটিজম শিশুকে ৫হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন।