Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খুলনায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ

ব্রেইল পদ্ধতির উদ্ভাবক ‘লুইস ব্রেইল’-এর ২০৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা (এনএসবিপি)’র আর্থিক সহযোগিতায় খুলনা অন্ধ কল্যাণ সমিতি (কেবিডব্লিউএ)’র আয়োজনে গত ৪ঠা জানুয়ারী বিকেল ৫টায় খুলনার খালিশপুর থানার ক্লাব মোড়ের গোয়ালখালী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, দৃষ্টিহীন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি ও সাদাছড়ি বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনএসবিপি’র নির্বাহী পরিচালক ও কেবিডব্লিউএ’র সভাপতি এলএন. মাইনউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।
বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম সানাউল্লাহ নান্নু ও খুলনা সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম।
আলোচনা এবং শীতবস্ত্র, শিক্ষা উপকরণ, শিক্ষাবৃত্তি ও সাদাছড়ি বিতরণ শেষে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের দৃষ্টিহীন প্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩শ’ জন দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এ ধরণের কর্মসূচীর প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের সামাজিক গ্রহণযোগ্যতা ও পারদর্শিতা প্রমানেএ রকম আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে -প্রেস বিজ্ঞপ্তি।