Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কশবামাজাইল ইউপির সুবর্ণখোলায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়ায় জনমনে উৎকণ্ঠা॥১রাউন্ড গুলি

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা উত্তরপাড়া গ্রামে গত ২৩শে মার্চ গভীর রাতে সন্ত্রাসী বাহিনীর একটি দল মহড়া দিয়েছে। সেখানে তারা ১রাউন্ড ফায়ার করে বলেও জানা গেছে।
জানাযায়, গত শুক্রবার গভীর রাতে কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা উত্তরপাড়া গ্রামের আলিম মন্ডল ও নায়েব আলী মন্ডলের বাড়ীর মঝে রাস্তার উপর সন্ত্রাসী বাহিনীর লোকজন মহড়া দেয়।
নায়েব আলী মন্ডলের ছেলে ইয়ারুল ইসলাম জানায়, সন্ত্রাসী বাহিনীর লোকজনের মহড়া ও ফায়ার দেওয়ার ঘটনার সময় তারা বাড়ীতে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার সময়ে মাঠে পেঁয়াজ-রসুন পাহাড়া দেওয়া গ্রামবাসী লোকজনের মাঝেও বাহিনী আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আজ ২৪শে মার্চ সকাল ১০টার দিকে কশবামাজাইল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে, সুবর্ণখোলা মাঠের বিরোধপূর্ণ ৪৯ শতাংশের একটি জমির পেঁয়াজ ইউনুস মোল্লা গং রাতে উত্তোলন করেছে। এ নিয়ে বিরোধপূর্ণ ইউনুস মোল্লা ও শম জোয়ার্দ্দার দুই পরিবারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
এদিকে, কশবামাজাইল ইউপিতে সন্ত্রাসী বাহিনীর মহড়ার ঘটনায় এলাকার লোকজনের মাঝে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
কশবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, ইউনিয়নের সন্ত্রাসমুক্ত পরিবেশ গঠনে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।