॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ২২শে মার্চ সকালে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের হল রুমে মাতৃত্বকাল ভাতাভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, মাতৃত্বকাল ভাতাভোগী কার্যক্রমের সাথে যুক্ত এনজিও এপিপি’র নির্বাহী পরিচালক তাসনিম রহমান প্রমুখ। ১৩০জন মাতৃত্বকাল ভাতাভোগী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বালিয়াকান্দিতে মাতৃত্বকাল ভাতাভোগীদের প্রশিক্ষণ
