Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলার মেঘনা খামারপাড়ায় স্ত্রী’কে হত্যার পর স্বামী আত্মহত্যা!

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির মেঘনা খামারপাড়া গ্রামে গত ১০ই রাতে স্ত্রী ঝর্ণা বেগম (৪৮)কে কুপিয়ে হত্যা করার পর একই কক্ষে স্বামী দিলবর আলী(৬০) নিজেও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
দিলবর আলী দরিদ্র কৃষক পরিবারের লোক। তবে স্ত্রী ঝর্ণা বেগমের পরকীয়ার জের ধরে দাম্পত্য কলহের কারণে এ ঘটনাটি ঘটেছে কি-না এ নিয়ে এলাকায় লোকমুখে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা গতকাল রবিবার সন্ধ্যায় সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম তার সঙ্গে উপস্থিত ছিলেন।
জানাযায়, ঝর্ণা বেগম গৃহকর্মী হিসেবে দুবাইতে ছিলেন প্রায় ৩বছর। ৬/৭ মাস দেশে ফেরার পর কিছুদিন বরিশালেও ছিল সে। তাদের পরিবারে পাঁচ পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। পুত্র সন্তানেরা ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করে এবং একমাত্র কন্যা রাবেয়া(১৪) বাড়ীতে থাকে। গতকাল রবিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে রাবেয়া তার পিতা-মাতাকে ডাকতে থাকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে সে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে পিতা দিলবর আলীকে গলায় রশিতে ঝুলতে এবং মা ঝর্ণা বেগমকে চৌকির উপর রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে প্রতিবেশী আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।
খবর পেয়ে রবিবার সকাল ১০টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম ও পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পাংশা থানার এস.আই অলোক কুমার ঘোষ নিহত স্বামী-স্ত্রী দুইজনের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। নিহত ঝর্ণা বেগমের বাম কাঁধে ধারালো অস্ত্রের ৩টি আঘাতের চিহ্ন এবং স্বামী দিলবর আলীর গায়ের সাদা শার্টের পেছনের দিকে রক্তের ছাপ রয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানা পুলিশ নিহত স্বামী-স্ত্রী দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে। দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত ঝর্ণা বেগমের পরকীয়ার তথ্যানুসন্ধ্যানে মাঠে নেমেছে পুলিশ। এছাড়া এটি যুগল হত্যাকান্ড কি-না এ নিয়েও প্রশ্ন উঠেছে। তাৎক্ষণিকভাবে ঘটনার নেপথ্য জানা যায় নাই।
এ ব্যাপারে পাংশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানায়।