॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরী ও ঘাট সংকটে ঘাটে সৃষ্টি হচ্ছে যানজট। গতকাল ১১ই মার্চ বিকেল পর্যন্ত উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক’শ গাড়ি। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা থাকায় দুর্ভোগের শিকার হয় হাজারো যাত্রী।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সুত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়ায় ছোট-বড় ১৬টির মধ্যে ৭টি বড়, ৩টি মধ্যম ও ৬টি ছোট ফেরী রয়েছে। এরমধ্যে গত ১০ই ফেব্রুয়ারী যানবাহন বোঝাই করে পাটুরিয়ায় যাওয়ার পর গাড়ি আনলোডের সময় ‘ভাষা শহীদ বরকত’-এর র্যাম ভেঙ্গে যায়। বেলা ৩টার দিকে পাটুরিয়া যাবার পথে ইঞ্জিন সমস্যায় মাঝ নদীতে বিকল হয়ে পড়ে ‘খানজাহান আলী’ এবং তার দুই ঘন্টা পর সন্ধ্যা ছয়টার দিকে যান্ত্রি ক্রটি দেখা দিলে ‘আমানত শাহ’ নামক তিনটি রো-রো(বড়) ফেরী বিকল হয়ে বসে পড়ে। এক সপ্তাহ ধরে বিকল হয়ে পাটুরিয়ার মধুমতিতে মেরামতে রয়েছে রো-রো ‘বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান’।
বিআইডব্লিউটিসি’র তথ্য অনুযায়ী বিকল চারটির মধ্যে রাতে ভাষা শহীদ বরকত ও খানজাহান আলী বের হলেও আমানত শাহ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ ৫টি বড়, ৬টি ছোট ও ৩টি মধ্যম আকার ফেরী দিয়ে গাড়ি পারাপার করছে। অথচ এই নৌরুটে ৮ থেকে ৯টি বড় ফেরী সার্বক্ষনিক সচল থাকা দরকার। তাহলে গাড়ির চাপ সহজে থাকবে না।
সরেজমিন দেখা গেছে, ঘাট থেকে জাতীয় মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত প্রায় চার কিলোমিটার শুধু পণ্যবাহি গাড়ি ও কিছু যাত্রীবাহি পরিবহন আটকে রয়েছে। পচনশীল, বাসসহ জরুরী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করায় অধিকাংশ সাধারণ পণ্যবাহি গাড়ি দুই-তিন দিন ধরে আটকে রয়েছে।
বেনাপোল থেকে গত শুক্রবার সকালে গাজীপুরের উদ্দেশ্যে নদী পাড়ি দিতে দৌলতদিয়া ঘাটের কাছে লম্বা লাইনে আটকা পড়েন চালক সাগর শেখ। তিনি অভিযোগ করেন, কিছু জরুরী গাড়ির সাথে অনেক সাধারণ পণ্যবাহি গাড়ির চালকও স্থানীয় দালালদের মাধ্যমে বাড়তি অর্থ দিয়ে ট্রাফিক পুলিশের সহায়তায় পার হয়ে যাচ্ছে। বিশেষ করে রাত গভীর হলে এ ধরনের অনৈতিক তৎপরতা বেড়ে যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, প্রয়োজনের তুলনায় ফেরী কম এবং শনিবার তিনটি বড় ফেরি যান্ত্রিক ক্রটিতে বসে পড়ে। রাতে দুটি ফেরী বের হলেও রো-রো শাহজালাল ও খানজাহান আলী চলছে খুড়িয়ে। যেকোন সময় ফেরী দুটি বিকল হয়ে পড়তে পারে। এছাড়া এক সপ্তাহ ধরে আরো একটি বড় ফেরী বিকল রয়েছে। তীব্র ফেরী সংকটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে যানজট॥রাত গভীর হলে বেড়ে যায় সিন্ডিকেটের অনৈতিক তৎপরতা
![](https://dailymatrikantha.com/wp-content/uploads/2018/03/RAJBARI-PIC-5-12-3-2018.jpg)