॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির বোয়ালিয়া গ্রামের মুহম্মদ শাহ ফকিরের আখড়া বাড়ীতে গতকাল ১১ই মার্চ দুই দিনব্যাপী বার্ষিক সাধুসঙ্গ সমাপ্ত হয়েছে।
এরআগে পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চর রামনগর গ্রামে লালনধাম মুহম্মদ শাহ ফকিরের আখড়া বাড়ীতে সাধুসঙ্গ অনুষ্ঠিত হতো। লালনধাম মুহম্মদ শাহ ফকিরের আখড়া বাড়ীটি পদ্মা নদীতে বিলীন হওয়ার পর মুহম্মদ শাহ ফকির বোয়ালিয়া গ্রামে নতুন বাড়ী করেন এবং গত দুই বছর ধরে বোয়ালিয়া গ্রামের আখড়া বাড়ীতে সাধুসঙ্গ অনুষ্ঠান হচ্ছে। মুহম্মদ শাহ ফকিরের ছেলে জিন্নাহ ফকিরের সার্বিক পরিচানায় সাধুসঙ্গ অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে সাধুসঙ্গ সমাপনী অনুষ্ঠানে মুহম্মদ শাহ ফকির বলেন, চর রামনগরের লালনধাম নদীগর্ভে বিলীন হওয়ার পর থেকে গত দুই বছর ধরে বোয়ালিয়ায় নতুন বাড়ীতে বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠান হচ্ছে। এ বছর ৩০তম বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠানে হাটবনগ্রাম, পাটিকাবাড়ী, পাংশা, কালুখালী, রাজবাড়ী, কুষ্টিয়া, নাটর, সিরাজপুরসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক লালনভক্ত সাধুরা অংশগ্রহণ করেন।
তিনি বলেন, কারো কাছে আমার কোনো দাবী নেই। শান্তিপূর্ণ পরিবেশে সাধুসঙ্গ অনুষ্ঠান পরিচালনাই তার একমাত্র প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি।
কালুখালীর বোয়ালিয়ায় দু’দিন ব্যাপী ৩০তম সাধুসঙ্গ সমাপ্ত
![](https://dailymatrikantha.com/wp-content/uploads/2018/03/RAJBARI-PIC-11-11-3-2018.jpg)