Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী শহরের পৌর ইউ মার্কেটে বিশ্বখ্যাত মোবাইল শাওমি’র অথরাইজড মি-স্টোর উদ্বোধন

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী শহরের পান্না চত্বর সংলগ্ন পৌর ইউ মার্কেটে গতকাল ১লা মার্চ সন্ধ্যায় শাওমি স্মার্টফোনের ৬৬তম অথরাইজড মি-স্টোর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে স্টোরটির উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি, বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি.এম মজিবর রহমান, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দেওয়ান কানন, সোলার ইলেক্ট্রো’র পরিচালক দেওয়ান মশিউর রহমান লিমন ও দেওয়ান সামিউর রহমান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এই স্টোর থেকে গ্রাহকরা শাওমির আকর্ষণীয় স্মার্টফোনসহ শাওমি প্রদত্ত সব ধরনের সেবা পাবেন। ফোর-জিসহ যে কোন স্মার্টফোন কিনলে দারুণ সব উপহারের পাশাপাশি রয়েছে দুই বছরের ওয়ারেন্টি। এরমধ্যে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং বাকি এক বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি।