॥স্টাফ রিপোর্টার॥ অগ্নিদগ্ধ হওয়া রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী প্রেমা(১০) গতকাল ২৮শে ফেব্রুয়ারী সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
নিহত প্রেমা রাজবাড়ী শহরের বিনোদপুর বিবেকানন্দ পল্লী এলাকার মোঃ গোলাম হোসেনের মেয়ে। গত ২৩শে ফেব্রুয়ারী দুপুরে সে নিজ বাড়ীর রান্না ঘরে অগ্নিদগ্ধ হয়। আহত অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন ২৪শে ফেব্রুয়ারী তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। প্রেমার অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুন কক্সসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ তাৎক্ষণিকভাবে তাকে দেখতে হাপাতালে ছুটে যান এবং বিদ্যালয়ের পক্ষ থেকে চিকিৎসার জন্য তার পরিবারকে ৫হাজার টাকা প্রদান করেন।
গতকাল রাত সোয়া ৯টায় বিনোদপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে লোকসেড কবরস্থানে লাশ দাফন করা হয়। জানাযাতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক এবং টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও গতকাল নিহত প্রেমার পরিবারকে রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আরো ৫হাজার টাকা প্রদান করা হয়।
অগ্নিদগ্ধ টাউন মক্তব স্কুলের ছাত্রী প্রেমার অকাল মৃত্যু
