Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ওষুধের বাক্সের ভিতর থেকে নবজাতকের লাশ উদ্ধার

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আজ ১৮ই ফেব্রুয়ারী সকালে উপজেলার উজানচর ইউনিয়নের মোকবুলের দোকান এলাকার মহাসড়কের পাশ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের লাশ উদ্ধার করেছে।
তার আগে গত শনিবার রাতে সড়কের পূর্ব পাশের ঢালুতে একটি কাগজের ওষুধের বাক্স পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন স্থানীয় মসজিদের সামনে রেখে দেন।
স্থানীয় কয়েকজন জানান, গত ১৭ই ফেব্রুয়ারী রাত ৮টার দিকে মাছ শিকার করে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাদল শেখ নামের এক ব্যক্তি। মহাসড়ক দিয়ে আসার পথে নানা ধরনের যানবাহনের আলোয় মহাসড়কের ঢালুতে তার চোখে পড়ে একটি কাগজের কার্টুনের(বাক্সের) ওপর। ঢালুতে একটু সামনে এগুতেই ভালো করে দেখতে পান একটি ওষুধ কোম্পানী কাগজের কার্টুন বা বাক্স। বাক্সটির মুখ খুলতে দেখতে পান সাদা ফুট ফুটে সদ্য এক নবজাতক পড়ে আছে। স্থানীয় কয়েকজনকে তিনি বিষয়টি খুলে বললে সবাই মিলে বাক্সটি সড়কের বিপরীত পাশে স্থানীয় মসজিদের কাছে নিয়ে রাখেন। সেখানেই সারারাত পড়েছিল।
স্থানীয় মইনুল হক মৃধা জানান, আজ রবিবার ভোরে ফজর নামাজ শেষে মসুল্লিরা কাগজের বাক্সে এমন সুন্দর নবজাতকের মৃত দেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সকালেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, হয়তো কেউ মৃত বাচ্চা প্রসব করেছিল। যাবার পথে মহাসড়কের ঢালুতে এভাবে ফেলে রাখেন। পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে রাজবাড়ীর আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করেছে।