Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ছোট ভাকলায় ভাবীকে ধর্ষণ॥দেবরের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা

॥স্টাফ রিপোর্টার॥ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলা গত ১৩ই ফেব্রুয়ারী রেকর্ড হয়েছে। গত ১৫ই ডিসেম্বর রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গোয়ালন্দ থানার মামলা নং-১১, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০((সংশোধনী/০৩) এর ৯(১)/৩০। মামলার আসামীরা হলো ঃ গোয়ালন্দ উপজেলার পেশকারের মোড় এলাকার ফজলুল হকের ছেলে মিন্টু মোল্লা(৩২), মান্নান মোল্লা(৪৫) ও ফজলুল হকের মেয়ে বিউটি বেগম।
জানাযায়, মিন্টু মোল্লা গত ১৫ই ডিসেম্বর কেউটিল গ্রামে তার আপন বড় ভাইয়ের বাড়ীতে বেড়াতে যায়। তার ওই ভাই বিগত ২বছর আগে মারা যান। বাড়ীতে তার ভাবী ও দুই নাবালিকা ভাতিজী থাকতো। বেড়াতে গিয়ে সে ওই দিন ভাবী বাড়ীতে রাত্রী যাপন করে। রাত ৯টার দিকে তার ভাবী প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘর থেকে বাইরে যায়। এ সুযোগে সে অন্য রুম থেকে তার ভাবীর ঘরে ঢুকে ঘাপটি মেরে থাকে। এরপর তার ভাবী ঘরে ঢোকা মাত্রই সে তার মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় গত ২৭শে ডিসেম্বর তিনি রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য গোয়ালন্দ থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড হয়। এ খবর লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।