॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী দাদপুর বাজার বণিক সমিতির ১বছর পূর্তি উপলক্ষে গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিকালে আলোচনা সভা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী ইরাদত আলী।
বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আরিফুর রহমান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সিরাজুল আলম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু ও খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরামুজ্জামান রঞ্জু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন দাদপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মতি রাজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বিজয়, দাদপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন সিকদার, বেলগাছী পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মিন্টু, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আকমল হোসেন, দাদপুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী ওসমান, ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন তোফা প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা আলম, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের(পশ্চিমাঞ্চল) সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মন্ডলসহ বেলগাছী দাদপুর বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়েছেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে এবং ভালো আছে। আমরা কোন সন্ত্রাসীদের প্রশ্রয় দেই না। আমাদের নাম ভাঙ্গিয়ে যদি কেউ ফায়দা লুটতে চায় তাহলে আমাদেরকে জানাবেন। মাদক ব্যবসায়ীদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দিবেন। দলের কেউ মাদক ব্যবসা করতে পারবে না, সন্ত্রাস করতে পারবে না। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সাথে যারা আঁতাত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, বিএনপির আমলে দেশের পাটকলগুলোসহ ভাটিয়াপাড়া রেললাইন বন্ধ করে দেয়া হয়েছিল। ব্যাপক লোডশেডিং ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবার সেগুলো চালু করেছে। বিদ্যুৎ উৎপাদন অনেক বাড়ানো হয়েছে। শিক্ষা খাতে প্রচুর উন্নয়ন করা হয়েছে। উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
তিনি দাদপুর বাজারের ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করার ও আইন-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সক্রিয় থাকার আহ্বান জানান এবং বাজার বণিক সমিতির পাশে থাকার আশ্বাস দেন।
আলোচনা সভার শেষে প্রধান অতিথি কাজী ইরাদত আলী আনুষ্ঠানিকভাবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন।
মাদক ও সন্ত্রাসীদের সাথে যারা আঁতাত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে — রাজবাড়ী চেম্বার অব কমার্স সভাপতি কাজী ইরাদত আলী
