॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নির্মাণের ১৫দিনের মধ্যেই একটি কালভার্ট ভেঙ্গে গেছে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, ৩য় লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট(এলজিএসপি-৩) এর অর্থায়নে ১লক্ষ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়। মেসার্স আলম ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কালভার্টটি নির্মাণ করে। মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমানের তত্ত্বাবধানে প্রকল্পটির সভাপতি হিসেবে ছিলেন ৪নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন।
অভিযোগ উঠেছে, অতি নিম্নমানের কাজের কারণে নির্মাণের ১৫দিনের মধ্যেই কালভার্টটি ভেঙ্গে গেল।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালভার্টটির একেবারে মাঝখানে বড় আকৃতির গর্ত হয়ে ভেঙ্গে পড়েছে। অথচ যে রাস্তার উপরে কালভার্টটি নির্মিত হয়েছে সেই রাস্তাটি কাঁচা এবং তার উপর দিয়ে তেমন কোন যানবাহনও চলাচল করে না। তা স্বত্ত্বেও কালভার্টটি ভেঙ্গে গেছে। ভেঙ্গে যাওয়া অংশটির মধ্যে স্পষ্ঠভাবে দেখা যাচ্ছে সেখানে বলতে গেলে কোন রডই নেই। সামান্য পরিমাণে চিকন রডের কাঠামো বানিয়ে তার উপর স্লাব বসানো হয়েছিল। এ কারণেই কালভার্টটি ভেঙ্গে গেল। রাস্তাটি দিয়ে সূর্যনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করায় ঝুঁকির সৃষ্টি হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ জন্য স্থানীয় জনগণ অনতিবিলম্বে কালভার্টটি ভেঙ্গে ফেলে সেখানে নতুন করে কালভার্ট নির্মাণসহ জড়িতদের শাস্তির দাবী জানিয়েছে।
মিজানপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, শুধু দুর্গাপুরের এই কালভার্টটিই নয় সাবেক মহাদেবপুরসহ অন্যান্য যে সকল স্থানে এ ধরনের কালভার্ট নির্মাণ করা হয়েছে সেগুলোরও প্রায় একই দশা। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
রাজবাড়ী সদরের মিজানপুরে নির্মাণের ১৫দিনের মধ্যেই ভেঙ্গে গেল কালভার্ট!
