॥ফরিদ মোল্লা॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ১৩ই ফেব্রুয়ারী সন্ধ্যায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বসন্তবরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইডিয়াল গার্লস কলেজ ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক নিরঞ্জন কুমার দাশ, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পৃষ্ঠপোষক পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সহিদুর রহমান, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, বিএনপি নেতা ও তৎকালীন পাংশা কলেজের সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান রাজা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যান ট্রাস্টের সভাপতি ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নজরুল ইসলাম, পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ মোঃ রাকিবুল ইসলাম শামীম, পাংশা উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক, পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহ-সভাপতি মাসুদ রানা বাদশা, কোলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহানুল হক জুয়েল, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান মিনান, ভোর্ডের কো-অর্ডিনেটর মোঃ হাবিবুল্লাহ, কবি মোল্লা মাজেদ, কবি এবাদত আলী শেখ, কাব্যপারের সেতু গ্রন্থের লেখক ও বাবুপাড়া ইউপি মেম্বার মোঃ আবুল হাশেম, পাংশা পৌরসভার বাজার পরিদর্শন মোঃ জাফর ইকবাল, সনো ডায়াগনোষ্টিক সেন্টারের ম্যানেজার তাপস ঘোষ ও মেডিকেল টেকনোলজিস্ট হারুন-অর-রশীদ, মোঃ পিয়াস খান, মোঃ আবু সাঈদ ও মোঃ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন।
পাংশায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বসন্তবরণ অনুষ্ঠিত
