Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় শাফিন খান হত্যা মামলার গ্রেফতারকৃত আসামীর দখলে থাকা অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা থানার পুলিশ গত ১২ই ফেব্রুয়ারী দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাটি ও বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী সামাদ মন্ডল(৩২) ও ওয়াহেদ আলী প্রামানিক(২৪) এর দেখানো ও সনাক্তক্রমে শাফিন খান হত্যাকান্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
জানাযায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিমের নেতৃত্বে পাংশা থানার এস.আই মোঃ শাহীন মোল্লাসহ সঙ্গীয় পুলিশের একটি দল গত সোমবার দুপুর সোয়া দুইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামী ওয়াহেদ আলী প্রামানিকের বসতঘরের মধ্যে থাকা সেমি বক্স খাটের নীচ থেকে ১টি বিদেশী পিস্তল ও ৫রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগজিন উদ্ধার করেন।
এ ব্যাপারে ধৃত আসামী সামাদ মন্ডল ও ওয়াহেদ আলী প্রামানিকের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩, তাং-১২/২/২০১৮। গ্রেফতারকৃত আসামীদের গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এস.আই মোঃ শাহীন মোল্লা জানান, ধৃত সামাদ মন্ডল ও ওয়াহেদ আলী প্রামানিক মাটি ও বালু ব্যবসায়ী শাফিন খান হত্যা মামলার (পাংশা থানা মামলা নং-৬, তাং-১৮/১২/২০১৮, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড) সন্দিগ্ধ আসামী। এর আগে অত্র মামলার ৫জন আসামী রানা, জামাল, রুহুল মেম্বার, তুহিন ও টিপুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রুহুল মেম্বার বিজ্ঞ আদালতে মাটি ও বালু ব্যবসায়ী শাফিন খান হত্যাকান্ডের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
জানাযায়, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের বালু ব্যবসায়ী শাফিন খান ওরফে শাফির(৪০) মৃতদেহ গত ১৭ই ডিসেম্বর দুপুরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির পদ্মানদীর বেড়িবাঁধের অদূরে আখক্ষেত থেকে উদ্ধার করে পাংশা থানা পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় পরদিন ১৮ই ডিসেম্বর নিহতের ভাই ফরিদ হাসান খান বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন।