Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলার বাবুপাড়া ইউপি বিএনপির সভাপতি শাহজাহান গ্রেফতার

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপি বিএনপির সভাপতি ও বাবুপাড়া ইউপির ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহজাহান শেখ (৪৪)কে গত ৯ই ফেব্রুয়ারী বিকেলে থানা পুলিশ গ্রেফতার করেছে। সে বাবুপাড়া ইউপির ব্রহ্মপুর গ্রামের আব্দুল গফুর শেখের ছেলে।
এদিকে গতকাল শনিবার সকালে পাংশা থানার মামলা নং-২, তারিখ ৪/১/২০১৮, ধারাঃ ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড মামলায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাহজাহান শেখের পরিবারের দাবী তাকে হয়রানী মূলকভাবে গ্রেফতার করা হয়েছে। যে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে ওই মামলার ঘটনার সাথে সে কখনোই জড়িত নন বলে দাবী করেন শাহজাহান শেখের পরিবারের লোকজন।