Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নে পল্লী বিদ্যুৎ সংযোগ পেল ২৩৭টি পরিবার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ গতকাল ২রা ফেব্রুয়ারী সকালে প্রধান অতিথি হিসেবে নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
নতুন বিদ্যুতায়নের মাধ্যমে নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী, বনগ্রাম ও সদাশিবপুর গ্রামের ২৩৭টি পরিবারের পেল পল্লী বিদ্যুতের নতুন সংযোগ।
পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ ফিরোজ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছমির উদ্দিন, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান লাবলু, ইউপি সদস্য মোঃ সাদ্দাম ফকির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।