Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শিক্ষার্থীদের জীবনকে সুন্দরভাবে গড়লেই সোনার বাংলা নির্মাণ করা সম্ভব —ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

॥স্টাফ রিপোর্টার॥ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, নিজের জীবনকে সুন্দর ও সফলভাবে গড়ে তুললেই এদেশ সোনার বাংলা হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছে যাবে।
গতকাল ২৫শে জানুয়ারী ঈশ^রদী উপজেলা চত্বরে উপজেলার পিইসি ও জেএসসি পরীক্ষা-২০১৭ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এসব কথা বলেন।
ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির,পিপিএম সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, একই দিনে ঈশ^রদীর এক হাজারের অধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিতে পেরে আমি আনন্দিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে চীন, জাপান, ফ্রান্স, গ্রেট ব্রিটেন এর ন্যায় উন্নত রাষ্ট্রের কাতারে দাঁড় করাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, আগামী দিনেও শতভাগ জিপিএ-৫ পাওয়ার লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের শুরুতে তিনি জেএসসি ও জেডিসি’র ৬৩২জনকে এবং পিইসি’র ৫১৯ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করেন।