॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নূরপুর এলাকায় সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ(এভিপিআই) প্রকল্পের আওতায় শস্য কর্তন ও মাঠ দিবসের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই জানুয়ারী দুপুরে এই কর্মশালায় শীতকালীন সবজি চাষে গুটি ইউরিয়া ব্যবহার বিষয়ে প্রায় অর্ধশত কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, এভিপিআই প্রকল্পের আইএফডিসি’র মাঠ সমন্বয়কারী শরিফুল আলম মনি, রাজবাড়ী সদর মনিটরিং কর্মকর্তা খান আতাউর রহমান, শহীদ ওহাবপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঘুনাথ কুন্ডু, এস.এম শহিদুল ইসলাম ও কৃষাণী জহুরা বেগম প্রমুখ।