Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দেশের বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া হবে — নবনিযুক্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি

॥আসহাবুল ইয়ামিন রয়েন/রফিকুল ইসলাম॥ নবনিযুক্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৪ঠা জানুয়ারী দুপুর ২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণের পরে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের শহীদদের আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, প্রতিমন্ত্রীর কন্যা কাজী কানিজ ফাতেমা চৈতী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলী খান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও প্রফেসর ফকরুজ্জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আজগর আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, আওয়ামীলীগ নেতা প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, ডাঃ পারিজাত কুমার পাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ অহিদুজ্জামান অহিদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ আশরাফুল হাসান আশা, এডঃ মোঃ নজরুল ইসলাম লাভলু, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক খন্দকার সাইফুদ্দিন হাবিব, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, রাজবাড়ী পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী সাফা, সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ হিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কৃষক লীগের আহ্বায়ক আঃ রব বিশ্বাস, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা শেখ আলমগীর হোসেন তিতু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, জেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, সদস্য-সচিব মোঃ আবু বক্কার খান, সদস্য কমল কুমার সরকার, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি শাওন মিয়া টাইসন, সাধারণ সম্পাদক জালাল পাঠান ও ছাত্রলীগ নেতা রুবেল আহম্মেদ, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ রহিম মোল্লা, বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ লতিফ মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মহিউদ্দিন মিঠু, ড.এম.এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মরতুজা আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিকেবি বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার কার্যকরী সভাপতি মোঃ আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিঠু, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন(মধ্যাঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজো, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, মিজানপুরের আওয়ামী লীগ নেতা জোসন মেম্বার, সাবেক সিভিল সার্জন পারিজাত কুমার পাল, গোয়ালন্দের যুবলীগ নেতা সোহরাব হোসেন গেদু, এডঃ মোস্তফা কবীর, এডঃ গৌতম কুমার দে ও প্রজন্ম লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত কুমার দে বাদলসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাত শেষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নবনিযুক্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকারসহ সকলের জন্য দোয়া কামনা করেন। এছাড়াও তিনি তাকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্যও দোয়া কামনা করেন।
পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেন, বেকারত্ব দূরীকরণের জন্য তিনি কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দেবেন। যাতে অল্প লেখাপড়া করলেও কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে সবাই স্বাবলম্বী হতে পারে।
এরআগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে ৪শতাধিক নেতাকর্মীদের গাড়ী বহর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জয় বাংলার মোড়ে অবস্থান নেয়। শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী ঢাকা থেকে সেখানে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানোর পর সম্মিলিতভাবে বঙ্গবন্ধুর মাজারের উদ্দেশ্যে রওনা দেন।