॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাটবাড়ীয়া প্রত্যয় সংসদ কর্তৃক আয়োজিত মরহুমা শাহীনা হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গতকাল ৩১শে ডিসেম্বর আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের মাঠে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ২০ ওভারের খেলায় মাছপাড়া দয়ারামপুর ক্রিকেট একাদশ ১উইকেটে কালুখালী উপজেলার চরনারায়নপুর ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিকেল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন মোল্লা।
পাটবাড়ীয়া প্রত্যয় সংসদের সভাপতি রাজবাড়ী সরকারী কলেজের প্রভাষক আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলহাজ¦ আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম আজাদ, বোয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরিদ, বোয়ালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ কাদের, প্রত্যয় সংসদের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, টুর্নামেন্টের আহবায়ক শরিফুল ইসলাম, কার্যকারী কমিটির সদস্য মহিদুল ইসলাম, রাজীব হোসেন, সাদ্দাম হোসেন, মানিক হুসাইন, সোহেল রানা পিয়াল, সজীব মাহবুব শুভ, আনিসুর রহমান, ইমরান হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মরহুমা শাহীনা হোসেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত অর্থ সচিব মোতাহার হোসেনের সহধর্মিনী ছিলেন। তার কনিষ্ঠ পুত্র তারেক হাসান সিনহার সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
শাহীনা হোসেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
