বরিশাল ক্যাডেট কলেজের ৩৬তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ ৩০শে ডিসেম্বর বরিশালস্থ ক্যাডেট কলেজ প্রাঙ্গনে সমাপ্ত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী।
তিনটি হাউসে বিভক্ত (শহীদ সোহ্রাওয়ার্দী, শেরেবাংলা ও শরিয়তউল্লাহ হাউস) প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ৩৯টি ইভেন্টে তিন দিনব্যাপী এই বর্নাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ এ শেরেবাংলা হাউস চ্যাম্পিয়ন ও শরিয়তউল্লাহ হাউস রানারআপ হয়। বছরের সকল প্রতিযোগিতার ফলাফলের সমন্বয়ে সার্বিকভাবে বিজয়ী হয় শরিয়তউল্লাহ হাউস এবং উপবিজয়ী হয় শেরেবাংলা হাউস।
উল্লেখ্য যে, গত ২৭শে ডিসেম্বর এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আতিকুর রহমান। সমাপনী অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্যাডেট ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন -আইএসপিআর।
বরিশাল ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
