॥স্টাফ রিপোর্টার॥ বর্নাঢ্য র্যালী, সুধী সমাবেশ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল ২৪শে ডিসেম্বর সকালে রাজবাড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. এ.কে.এম আজাদুর রহমান।
দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোঃ মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার(অপরাধ) মোঃ আছাদুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান এবং জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু। অতিথিদের বক্তব্যের শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এ সময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মনিরুজ্জামান, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আসহাবুল ইসলাম রয়েন, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম মজনুসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও এজেন্টগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ দৈনিক ইত্তেফাকে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা অব্যাহত রাখাসহ দেশের উন্নয়নে সংবাদ কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান।