॥এম.মনিরুজ্জামান॥ ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোঃ লিঃ রাজবাড়ী শাখার পক্ষ থেকে জেলার কালুখালীতে অবস্থিত কিং জুট মিলের অগ্নিকান্ডে ক্ষতিপূরণের বীমা দাবীর ২১লক্ষ ২৪হাজার ৩শত ৩৮টাকার চেক প্রদান করা হয়েছে।
গতকাল ২৪শে ডিসেম্বর দুপুরে মিল প্রাঙ্গনে মিলের ব্যবস্থাপনা পরিচালক এডঃ মোঃ আব্দুর রাজ্জাক খানের হাতে আনুষ্ঠানিকভাবে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোঃ লিঃ-এর রাজবাড়ী শাখার প্রধান মোঃ মাসুদুর রহমান বীমা দাবীর ২১লক্ষ ২৪ হাজার ৩শত ৩৮ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেন, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মোঃ আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ই মার্চ বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকান্ডে কালুখালীর কিং জুট মিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই জুট মিলটি শুরু থেকেই ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোঃ লিঃ-এর রাজবাড়ী শাখায় ইন্স্যুরেন্স করা ছিল। ফলে মিলস্ কর্তৃপক্ষের দাবীর তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণের এই চেক প্রদান করা হলো।