॥মোক্তার হোসেন॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক মুসলমানদের অন্যতম পবিত্রভূমি জেরুজালেমকে ইসলাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে রাজবাড়ী জেলার পাংশা শহরে গতকাল ২২শে ডিসেম্বর জুম্মার নামাজের পর তৌহিদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, বিভিন্ন মসজিদের মুসল্লিরা পাংশা পৌরসভা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিল শেষে পাংশা শহরের বারেক মোড় নামক স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হোগলাডাঙ্গী এম.আই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন, রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি খোন্দকার মোঃ আব্দুল হালিম, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীব উল্লাহ ও মাওলানা মোঃ আবু আইয়ুব আনছারী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক মুসলমানদের অন্যতম পবিত্রভূমি জেরুজালেমকে ইসলাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসাথে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।