Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এনজিও সমন্বয় কমিটির সভাসহ ৩টি সভা ও ই-ফাইলিং প্রশিক্ষণ কর্মশালা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে আজ ১৯শে ডিসেম্বর বেলা ১২টায় জেলা এনজিও সমন্বয় কমিটির সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও এনজিও কেকেএস এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা ব্র্যাক প্রতিনিধি নেফাজ উদ্দিনসহ জেলার বিভিন্ন এনজিও’র নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় এনজিওগুলো জেলার সাধারণ মানুষের উন্নয়নে কি কি উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, সরকারের সাথে সমন্বয় সাধন করে তাদের কর্মকান্ড পরিচালনা করছে কি না এবং তাদের কর্মকান্ডে উপকারভোগীরা কতটুকু সুফল ভোগ করছে সে সকল বিষয়সহ এনজিও সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে আজ ১৯শে ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা, বেলা ১১টায় জেলা কৃষি ঋণ কমিটির সভা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং সকাল ১০টায় ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ই-ফাইলিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।