॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকে থাকা পণ্য বোঝাই ট্রাকে গতকাল সোমবার আকষ্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাড়ে তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে রাজবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় অন্যান্য ট্রাক চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রাক(ঝিনাইদহ-ট-১১-০৯৯৫) চালক কিশোর কুমার দাস জানান, গত বৃহস্পতিবার ফরিদপুরের কানাইপুর থেকে ব্যাটারী তৈরীর কাঁচামাল এবং বোয়ালমারী থেকে পাটকাঠীর ছাই বোঝাই করে ট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। ওইদিন সন্ধ্যায় গোয়ালন্দ মোড় এলাকায় অন্যান্য ট্রাকের সাথে তার ট্রাকটি সিরিয়ালে আটকে রাখে গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশ। তিনদিন পর গত শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটি দৌলতদিয়া ট্রাক টর্মিনালে পৌছার আগে সারারাত ও পরদিন মহাসড়কের লম্বা লাইনে আটকে থাকার পর রাতে টার্মিনালে স্থান পায়।
গতকাল সোমবার সকাল ৯টার দিকে ট্রাকের ওপর বোঝাই মালের ভিতর থেকে এক ধরনের সাদা ধোয়া বের হতে দেখে তিনি দ্রুত টার্মিনাল থেকে তার ট্রাকটি বের করে ফেরী ঘাট বিকল্প সড়কের ফাঁকা জায়গায় নিয়ে যায়। ততক্ষনে আগুন ভয়াবহ আকার ধারন করে চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দিলে তিনি রাজবাড়ীর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান পারভেজ আক্তার চৌধুরী জানান, ট্রাকের মধ্যে পাটকাঠির ছাইসহ দাহ পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেশী সময় লেগেছে। প্রায় সাড়ে তিন ঘন্টা তাদের কর্মীরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রাথমিকভাবে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন।