॥রঘুনন্দন শিকদার॥ বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,পিপিএম-এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল বহরপুর ইউনিয়নের ইকোরজানা গ্রামের স্কুলছাত্রী শারমিন আক্তার(১৩)। সে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,পিপিএম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইকোরজানা গ্রামের মোঃ শামসু শেখের মেয়ে শারমিন আক্তারকে পারিবারিকভাবে সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাষান শেখের ছেলের সাথে বিয়ের আয়োজন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে সহকারী উপ-পরিদর্শক মোঃ হুমায়ুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিয়ে বাড়ীর লোকজন আত্মগোপন করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় পুলিশ বিয়ে বন্ধের ব্যবস্থা করে এবং উভয় পক্ষকে বাল্যবিয়ে থেকে বিরত থাকার নির্দেশ দেয়। স্থানীয় লোকজন বিষয়টিকে স্বাগত জানিয়ে বালিয়াকান্দি থানা পুলিশকে ধন্যবাদ জানায়।
ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

SAMSUNG CAMERA PICTURES