Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের ৩দিনের কর্মসূচী গ্রহণ

॥স্টাফ রিপোর্টার॥ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৭ উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও রাজবাড়ী জেলা প্রশাসন আগামী গত ১৪ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ঃ আগামী ১৪ই ডিসেম্বর সকাল ৯টায় লোকসেড বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু একাডেমীর আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও একই স্থানে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ই ডিসেম্বর সকাল ১০টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, বেলা আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু একাডেমীর আয়োজনে দেশের গান, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ই ডিসেম্বর সকাল ৬টায় রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, কেন্দ্রীয় বাস টার্মিনালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে, লোকোশেডের বধ্যভূমিতে, রাজবাড়ী রেলক্রসিংয়ের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে, লক্ষ্মীকোলে মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদি’র কবরস্থানে ও নিউ কলোনীতে মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশি’র কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৮টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ সম্প্রচার, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, সরকারী শিশু পরিবার, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, রোভার স্কাউট, বয়েজ স্কাউট, গার্লস গাইড, কাবস, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ, সকাল ১০টায় শারীরিক কসরত ও ডিসপ্লে, দুপুর ১২টায় জেলা প্রশাসকের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজ, সাড়ে ১২টায় সাধনা সিনেমা হলে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বাদ যোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল ৩টায় মহিলা ও অফিসার্স ক্লাবে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী কর্মকর্তা/কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে দাঁড়িয়াবাধা প্রতিযোগিতা, জেলা প্রশাসন একাদশ বনাম রাজবাড়ী পৌরসভা একাদশ, মুক্তিযোদ্ধা সংসদ বনাম বাজার ব্যবসায়ী সমিতি, জেলা পুলিশ একাদশ বনাম শিক্ষক একাদশ এবং রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৪টায় বিসিক, চাঁদমারীতে শুটিং প্রতিযোগিতা, ১৫ ও ১৬ই ডিসেম্বর সন্ধ্যা হতে রাত ১টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবন/স্থাপনাসমূহ, বড়পুল হতে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক পর্যন্ত আলোকসজ্জা, ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে “সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার” ও “মুক্তিযুদ্ধ” বিষয়ক আলোচনা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।