॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা।
গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ডিবি’র সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী লাল পতাকা বাহিনীর আঞ্চলিক কমান্ডার মোহাম্মদ আলী শেখ(৩৮) নিহত হওয়ার পর গতকাল ৯ই নভেম্বর বিকালে কুটি পাঁচুরিয়া বাজার এলাকায় ঘটনাস্থল পরিদর্শন গেলে সাধারণ মানুষ পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা’কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গতকাল শুক্রবার দুপুরের পর থেকেই এলাকায় জানাজানি হয় পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে আসছেন। এজন্য সাধারণ মানুষ ফুলের মালা ও তোড়া নিয়ে তাকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি গ্রহণ করে। পুলিশ সুপার কুটি বাজার এলাকায় পৌঁছে গাড়ী থেকে নামতেই অশ্রুসিক্ত নয়নে তাকে জড়িয়ে ধরেন মোহাম্মদ আলী শেখের বাহিনীর হাতে হত্যাকান্ডের শিকার বাবলু মিজি ও সালাম শেখের স্ত্রী-সন্তানেরা। বন্দুকযুদ্ধে মোহম্মদ আলী শেখ নিহত হওয়ার স্বামী হত্যার বিচার পেয়েছেন বলে পুলিশ সুপারের নিকট উল্লেখ করেন বিধবা এই দুই নারী।
পুলিশ সুপার তাদেরকে সাথে নিয়ে বাজারে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজবাড়ীতে যোগদানের পর ৮মাস পেরিয়ে গেছে। আমি যোগদানের পর থেকে জেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। আপনাদের ভালোবাসা আমাকে আবেগাপ্লুত করেছে। এই ভালোবাসা আগামীতে আমার কাজ করার গতি বৃদ্ধি করবে। মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন। রাজবাড়ীতে আপনারা শান্তিতে ঘুমাবেন, পুলিশ সেই শান্তি প্রতিষ্ঠা করবে।
আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার বলেন, আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, সেই নিশ্চয়তা পুলিশ প্রদান করবে। এ সময় পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ সুপারের সাথে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল করিম,পিপিএম, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়েন্দা শাখা(ডিবি)’র ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়া, পরিদর্শক মোঃ জিয়ারুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও ওয়ান মীর্জা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ই নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে কুটি পাঁচুরিয়া বাজার এলাকায় ডিবির সাথে বন্দুকযুদ্ধে চরমপন্থী লাল পতাকা দলের আঞ্চলিক কমান্ডার মোহাম্মদ আলী শেখ নিহত হয়। সে নিহত হওয়ার পর এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে।