মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী রাজবাড়ীতে আসছেন আজ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক,এমপি এবং পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুুল হক শামীম, এমপি আজ ২২শে জানুয়ারী পৃথকভাবে রাজবাড়ী সফরে আসছেন।
তাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সকাল ৯টায় রাজবাড়ী জেলা মুুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করবেন। এরপর বেলা ১২টায় তিনি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এরপর মন্ত্রী মাগুরা জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
মন্ত্রীর সফরসূচী অনুযায়ী গতকাল ২১শে জানুুয়ারী বিকাল ৪টায় তিনি ঢাকার মিন্টু রোডের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করে রাত ১০টায় রাজবাড়ী সার্র্কিট হাউজে পৌঁছে সেখানে যাত্রাবিরতি করবেন।
অপরদিকে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুুল হক শামীম আজ সকাল পৌনে ১০টায় গোদার বাজার এলাকায় রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প ফেজ-২ পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রকল্পের অগ্রগতির বিষয়ে আলোচনা করবেন।
এরআগে সকাল ৭টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়ক পথে রওনা দিয়ে সকাল ৯টায় পাটুরিয়া ঘাটে উপস্থিত হওয়ার পর সেখান থেকে স্পীডবোটযোগে প্রকল্প এলাকায় আসবেন এবং প্রোগ্রাম শেষে স্পীডবোটযোগেই পাটুরিয়া ঘাটে গিয়ে সেখান থেকে সড়কপথে ঢাকা ফিরবেন।
এই দুই মন্ত্রী-উপমন্ত্রীর সফর সফল করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!