॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আর কোদালের ব্যবহার নয়। এসে গেছে উন্নত মানের এসকেভেটর। গতকাল ৪ঠা ডিসেম্বর সকালে শহরের ওয়াজেদ আলী প্লাজার সামনে এসকেভেটর দিয়ে ড্রেন পরিস্কার করে এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
এ সময় পৌরসভার সচিব মোঃ মাসুদ আলম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আতিকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম ও স্যানিটারী ইন্সপেক্টর মোফাজ্জেল হোসেন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী জানান, ইউজিপি-৩ প্রকল্প থেকে এ এসকেভেটরটি রাজবাড়ী পৌরসভায় দেয়া হয়েছে। এটি জাপানের তৈরী। এ এসকেভেটর দিয়ে অতিসহজে ও অল্প সময়ের মধ্যে ড্রেন পরিস্কার করা সম্ভব। এই এসকেভেটর দিয়ে পৌরসভার মধ্যে সকল ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতা রাখা হবে।