॥রফিকুল ইসলাম॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে রাজবাড়ী দর্জি মালিক সমিতির আয়োজনে গত ২রা ডিসেম্বর সকালে র্যালী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী বাজারের খলিফাপট্টি থেকে শুরু হয়ে র্যালীটি প্রধান সড়ক দিয়ে খানকা শরীফ বড় মসজিদ হয়ে পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, রাজবাড়ী দর্জি মালিক সমিতির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবুসহ বেশ কিছু সংখ্যক দর্জি মাথায় পট্টি, পতাকা, ব্যানার প্রভৃতি নিয়ে সুসজ্জিতভাবে র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালী শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আঞ্জুমান-ই-কাদেরীয়ার খাদেম মোঃ লিয়াকত আলী কাদেরী।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এডঃ এম.এ খালেক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)’র তাৎপর্য তুলে ধরে বলেন, মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ১২ই রবিউল আওয়ালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। একই সাথে এটি তার ওফাত দিবস। মহানবীর আদর্শকে সবসময় হৃদয়ে ধারণ করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।