॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী বাজারে কেনাকাটা করতে আসা এক যুবতীকে ফুঁসলিয়ে বাড়ীতে নিয়ে ধর্ষণ করার ঘটনায় গত ২৮শে ডিসেম্বর বিকেলে এনায়েত মন্ডল(৩৫) নামে একজনকে পুলিশ আটক করেছে।
এ ঘটনায় ওই যুবতী বাদী হয়ে গত ২৮শে ডিসেম্বর রাজবাড়ী থানায় ৬জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
আসামীরা হলো ঃ সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের মইজুদ্দিন মন্ডলের ছেলে এনায়েত মন্ডল(৩৫), রূপপুর গ্রামের আহম্মেদ সরদার ওরফে জাম্বু(২৩), পারসাদিপুর গ্রামের ইদ্রিস ফকির(৩৫), সাদিপুর গ্রামের কাদের শেখ(২৭), আক্কাছ আলী মিয়া(৩০) ও রূপপুর গ্রামের লোকমান শেখের ছেলে রেজাউল শেখ(৩০)।
জানাযায়, ওই যুবতীর বাড়ী শরীয়তপুরে। সে গোয়ালন্দ মোড়ে ভাড়া বাসায় বসবাস করতো। গত ২৭শে ডিসেম্বর বিকেলে সে রাজবাড়ী বাজারে কেনাকাটা করতে আসে। এ সময় এনায়েতের সাথে তার পরিচয় হয়। এরপর এনায়েত তাকে ভুলিয়ে ভালিয়ে তার বাড়ীতে নেয়ার কথা বলে সাদিপুর গ্রামের কাদের শেখের বাড়ীতে নিয়ে যায়। রাত ৯টার দিকে ওই বাড়ীর একটি কক্ষে এনায়েত উল্লেখিতদের সহযোগিতায় তাকে ধর্ষণ করে। সকালে সে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে বিচার দেয়। পরে চেয়ারম্যান পুলিশকে খবর দিলে পুলিশ অভিযুক্ত এনায়েতকে আটক করে নিয়ে আসে।
শহীদওহাবপুরে যুবতীকে ধর্ষণের ঘটনায় মামলা॥১জন গ্রেফতার
