॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনের লক্ষ্যে গতকাল ৩০শে নভেম্বর বিকেল ৪টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকাতুল ইসলাম, যুব উন্নয়ন অফিসের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাইদা খানম, সোনালী ব্যাংকের রাজবাড়ী ম্যানেজার সঞ্জয় কুমার দাস, রাজবাড়ী উন্নয়ন সংস্থা(রাস)’র নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, রাজবাড়ী প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মোস্তফা মুঈন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জ্যোতিষ চন্দ্র বাড়ৈ, ভিপিকেএ ফাউন্ডেশনের প্রধান অডিটর মুহাম্মদ ফারুক, কর্মসংস্থান ব্যাংকের অফিসার মনিরুল ইসলাম, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল হামিদ, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মোস্তফা হোসেন ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা একেএম মনসুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৮ই ডিসেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান ও বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।