Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঢাকাগামী পূর্বাশা পরিবহন থেকে ফেনসিডিলসহ বাসযাত্রী আটক

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিসপুর নিহাজ জুট মিলের সামনে(ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে) গত ২৮শে ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকাগামী পূর্বাশা পরিবহন থেকে ১৮বোতল ফেনসিডিলসহ সুলাইমান (৪৭) নামে এক বাসযাত্রীকে আটক করেছে আহলাদীপুর হাইওয়ে ফাঁড়ীর পুলিশ। সে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
এএসআই এসএম ফিরোজ জানান, ধৃত সুলাইমান যাত্রী বেশে পূর্বাশা পরিবহনে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদক আইনে রাজবাড়ী থানায় মামলা করা হয়েছে।