॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির আয়োজনে গতকাল ২৫শে নভেম্বর দিনব্যাপী ইউনিভার্সিটির কনফারেন্স রুমে বিজনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।
সকালে ফিতা কেটে ফেস্টিভ্যাল উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিগণ। পরে কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিজনেস ফেস্টিভ্যালের প্রথম সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির উপদেষ্টা ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ.বি.এম সাত্তার।
টাইমস ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের সভাপতি মোঃ মুকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর এ.এইচ.এম ইছহাক, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আলাউদ্দিন, রেজিস্ট্রার সন্তোষ কর্মকার এবং এম.এইচ গোল্ডেন জুট মিল্স লিমিটেডের পরিচালক(অর্থ) মহসিন হোসাইন। দ্বিতীয় সেশনের প্রশিক্ষণ কর্মশালায় বিজনেস ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেন ও বিভিন্ন প্রশ্নের শেয়ারিং করেন এম.এইচ গোল্ডেন জুট মিলস লিমিটেডের পরিচালক(অর্থ) মহসিন হোসাইন।
ফরিদপুর টাইমস ইউনিভার্সিটিতে বিজনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
