Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এবারও স্বতন্ত্র প্রার্থীর কাছে আ’লীগের প্রার্থী পরাজিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মিয়া।
বসন্তপুর, সুলতানপুর ও বালিয়াকান্দির জামালপুর ইউনিয়ন নিয়ে গঠিত ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। নির্বাচনে জেলা পরিষদের বিদায়ী প্রশাসক আকবর আলী মর্জির ভাতিজা স্বতন্ত্র প্রার্থী মীর্জা মোঃ ফরিদুজ্জামানের কাছে ১১ ভোটের বড় ব্যবধানে পরাজিত হন তিনি।
এ ওয়ার্ডে সদস্য পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মীর্জা মোঃ ফরিদুজ্জামান(অটোরিক্সা) ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল মান্নান মিয়া(তালা) ৯ভোট, মোঃ আলীমুজ্জামান(টিউবওয়েল) ৯ভোট, মোঃ আক্তার উজ্জামান বৈদ্যুতিক(পাখা) ১ ভোট ও মোঃ হাবিবুর রহমান(হাতি) শূন্য ভোট পান।
উল্লেখ্য, বসন্তপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মিয়া বিদায়ী জেলা পরিষদের প্রশাসক আকবর আলী মর্জির অপর ভাতিজা মীর্জা বাবুর পক্ষে কাজ করায় মান্নান মিয়াকে দল থেকে সাময়িক বহিস্কার হয়েছিল। ওই ইউপি নির্বাচনে মীর্জা বাবু চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে মান্নান মিয়া দল সমর্থিত প্রার্থী হলেও তিনি এবার আকবর আলী মর্জির ভাতিজা স্বতন্ত্র প্রার্থী মীর্জা মোঃ ফরিদুজ্জামানের কাছে পরাজিত হন।