Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় কৃষি সম্প্রসারণ বাতায়ন শীর্ষক সেমিনার

॥মোক্তার হোসেন॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের আওতায় পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পাংশা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দেশ ব্যাপী “কৃষি সম্প্রসারণ বাতায়ন” এর মাসব্যাপী পাইলটিং সম্পৃক্তকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।
পাংশার এসিল্যান্ড(ভারপ্রাপ্ত ইউএনও) শেখ রাশেদউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুল রহমান, একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের প্রতিনিধি ওবায়দুল হক রেজা ও মোঃ আনিসুজ্জামান খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার।
অনুষ্ঠান উপস্থাপনা করেন এসএপিপিও মোঃ রোকনুজ্জামান। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ খোকন উজ্জামান, মৌরাট ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ও পাট্টা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রব (মোনা বিশ্বাস), উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং ২১৭জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিজিটালাইজড সম্প্রসারণের মাধ্যমে সহজে এবং আরও কার্যকরভাবে প্রত্যেক কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দেওয়ার বিষয়াদী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।