Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এক ভোটও পেলেন না বাবলু

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ডে (চন্দনী, মিজানপুর ও খানগঞ্জ ইউনিয়ন) সাধারণ সদস্য পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হয়েও একটি ভোটও পাননি মিজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার বাবলু।
এ ওয়ার্ডে তিনিসহ ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মোঃ আলাউদ্দিন শেখ(অটোরিক্সা) প্রতীক নিয়ে ২০ভোট ও মোহাম্মদ আলী সরদার(তালা) প্রতীক নিয়ে ১৯ভোট পেলেও কবির উদ্দিন শিকদার বাবলু(টিউবয়েল) নিয়ে একটি ভোটও পাননি। তবে জনশ্রুতি আছে প্রার্থীতা প্রত্যাহার না করলেও তিনি নির্বাচন থেকে সরে গিয়েছিলেন।