॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ডে (চন্দনী, মিজানপুর ও খানগঞ্জ ইউনিয়ন) সাধারণ সদস্য পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হয়েও একটি ভোটও পাননি মিজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার বাবলু।
এ ওয়ার্ডে তিনিসহ ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে মোঃ আলাউদ্দিন শেখ(অটোরিক্সা) প্রতীক নিয়ে ২০ভোট ও মোহাম্মদ আলী সরদার(তালা) প্রতীক নিয়ে ১৯ভোট পেলেও কবির উদ্দিন শিকদার বাবলু(টিউবয়েল) নিয়ে একটি ভোটও পাননি। তবে জনশ্রুতি আছে প্রার্থীতা প্রত্যাহার না করলেও তিনি নির্বাচন থেকে সরে গিয়েছিলেন।
এক ভোটও পেলেন না বাবলু
